শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

পূর্বভাগ ইউপি চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া কে অবাঞ্ছিত করে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার ২৫ আগস্ট সকাল ১১ টায় পূর্বভাগ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে শ্যামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অপসারণ দাবীতে অবাঞ্ছিত ঘোষণা করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃআত্তার মিয়া নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি করেন এবং বিএনপি/ জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করার প্রতিবাদে অবিলম্বে ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া অপসারণ দাবি করে যুবদল নেতা গোলাম মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আইয়ূব খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৃুর্বভাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন পিন্টু, বর্তমান মেম্বার দুলাল মিয়া, বর্তমান মেম্বার এম এ ফয়সাল, বিএনপির নেতা শ্যামল দত্ত, যুবদলের ইউনিয়ন সভাপতি ইসমাঈল, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম মুছা, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোহবান সহ আরো বক্তব্য রাখেন রবিউল আউয়াল গোলাম নূর, সালাহ উদ্দিন, হাজী রাশিদ, কামরুজ্জামান, জাহাঙ্গীর তালুকদার, শামীম, মামুন,শিক্ষার্থী আরিফুর রহমান, ফাহিমা আক্তার, সারফিন আক্তার, আল আমিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656