শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

পূর্ব পাগলার আলিফা’র আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি অর্জন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফা আক্তার।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের শিক্ষানুরাগী ও ক্রীড়াবীদ মো. শাহিন আহমদের প্রথম কন্যা।

সোমবার (৩০শে ডিসেম্বর) আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তির ফলাফল প্রকাশিত তথ্য জানা যায় প্রথম গ্রেডে ২০ জন এবং দ্বিতীয় গ্রেডে ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পান। তার মধ্যে আলিফা ২য় গ্রেডে বৃত্তি পাওয়া আনন্দিত তার আত্নীয় স্বজন ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মেধাবৃত্তি অর্জনকারী আলিফা’র বাবা বলেন, ‘আমার মেয়ে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি অর্জন করায় আমরা পরিবারবর্গ অত্যন্ত আনন্দিত। সে বড় হয়ে একজন ডাক্তার হয়ে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা প্রদান করতে চায়। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৩০শে নভেম্বর অনুষ্ঠিত আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৮টি ইউনিয়নের ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656