শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা -কবি আহমদ আল কবির চৌধুরী’র।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৬০৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যাদুকাটা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক পূর্বাভাস পত্রিকার সহকারী সম্পাদক এবং সেভ দ্যা রোড সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কবি আহমদ আল কবির চৌধুরী।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আহমদ আল-কবির চৌধুরী। এসময় শেখ হাসিনা রেকর্ড পঞ্চমবার ও টানা চারবারের প্রধানমন্ত্রী হওয়ায় তাঁকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতকালে আহমদ আল-কবির চৌধুরী কে বেশ উৎফুল্ল দেখা যায়। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলেন তিনি। দীর্ঘসময় অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের খোঁজখবর নিয়েছেন।

সাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজা মিয়া তালুকদার, ছাতক উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন জয় , জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রণজিৎ কুমার দত্ত, দপ্তর সম্পাদক এম ইব্রাহিম আলী, প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656