শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী উপহার দুস্থ ও গরীব পরিবার মাঝে ৫০০ টাকা অর্থ বিতরণ-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮৫১ বার পড়া হয়েছে

রাংগামাটি প্রতিনিধিঃ রাজস্থলী উপজেলার ৩নং বাংগালহালিয়া পরিষদ হলে সকাল ১০ টায় তারিখ (৭ইং জুলাই ২১) প্রধানমন্ত্রী উপহার দুস্থ ও গরীব পরিবার মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে প্রদান করেন ইউপি চেয়ারম্যান বাবু ঞোমং মারমা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে রোগ প্রাদুর্ভাবে সারাদেশেব্যাপী অসহায় নিরহ দুস্থ ও গরীব কর্মহীন পড়েছে এর আলোকে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা নিজ উদ্যেগে উপহার স্বরুপ হিসেবে প্রতি দুস্থ ও গরীব পরিবার মাঝে ৫০০ টাকা করে দেয়া প্রকল্প বরাদ্দকৃত হাতে নেয়। এতে কিছুটা হলেও দুস্থ ও গরীব পরিবাররা সে টাকা পেয়ে আনন্দিত পেয়েছে। উপকারভোগী সানুমা মারমা বলেন,সারাদেশে করোনা রোগ প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার কঠোর লকডাউন চলছে,তাই দুস্থ ও গরীবরা কর্মহীন হয়েছে, এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উপহার স্বরুপ ৫০০ টাকা পেশে খুশি তাই দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য,আজ ৩নং বাংগালহালিয়া ইউনিয়নের জনসাধারণ দুস্থ ও গরীব পরিবার মাঝে মোট ২৬৭ জন জন প্রতি ৫০০ টাকা করে অর্থ পেয়েছে। ৫নং ওর্য়াডে-৫১ জন,৬নং ওয়ার্ডে -১৪৮ জন,৭নং ওয়ার্ডে-৪৫ জন,৮নং ওর্য়াডে-২৩ জন। ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন,পর্যায় ক্রমে বাকিদের দুস্থ ও গরীব পরিবারদেরকে বরাদ্দকৃ অর্থ ৫০০ করে আবার প্রধানমন্ত্রী উপহার স্বরুপ আসলে জনগণের মাঝে দেয়া বলে জানিয়েছেন। এতে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা উপসহকারী কৃষি কর্মকর্তা, বাংগালহালিয়া আর্মি ক্যাম্প ডিজিএফ মোঃসোহেল বিভিন্ন ওর্য়াডে মেম্বারগণসহ স্থানীয় প্রিন্ট সাংবাদিকবৃ ন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656