বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের আগমন শুরু হলে সাবেক ফুটবলারদের বিরোধীতা শুরু হয়ে যায়। এর আগেও তেমনটি হয়েছিল। এবারও প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ানোর উদ্যোগকে স্বাগত জানাতে পারছেন না বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার।
মোহামেডানের কোচ আলফাজ আহমেদ মনে করেন, দেশের ফুটবল এমনিতেই ধ্বংসের পথে। যেটুকু ধ্বংস হওয়ার বাকি রয়েছে সেটিও হয়ে যাবে দেশি ফুটবলারদের সুযোগ না দিয়ে প্রবাসী ফুটবলারদের দলে ভেড়ালে। দেশে ১৫-২০ কোটি মানুষ থাকার পরও হামজা চৌধুরীকে দলে ভেড়ানোতে খুশি হতে পারেননি তিনি।
আলফাজ আহমেদ নিজের বক্তব্যে বলেন, ‘দেশে কীভাবে ফুটবলার তৈরি করতে হবে, সেই চিন্তা না করে যদি প্রবাসী ফুটবলার খুঁজতে থাকে, তাহলে ভবিষ্যতে শুধু প্রবাসীরাই জাতীয় দলে খেলবে। আর দেশের ফুটবলাররা চেয়ে চেয়ে দেখবে। ফুটবল ধ্বংস হতে যা বাকি আছে, তা ধীরে ধীরে পূরণ হচ্ছে আরকি। যতটুকু ধ্বংস হওয়ার তা তো হয়েছে, কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশে ১৫-২০ কোটি মানুষ, তারপরও হামজাকে আমরা বাইরে থেকে নিয়ে এসে খেলছি। আমাদের কীভাবে এগোতে হবে, তা সবাই জানে; কিন্তু এগোনোর মানসিকতা নেই কারও।’
আলফাজ আহমেদের সুরে সুর মিলিয়েছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তিনি মনে করেন, প্রবাসী ফুটবলারদের দেশের ভবিষ্যৎ মনে করে এগোলে ভুল পথে হাঁটবে বাফুফে। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘(প্রবাসীরাই ভবিষ্যৎ) এই চিন্তা করে যদি আমাদের ফেডারেশন এগোয়, তাহলে বিরাট ভুল করবে। আমাদের দেশের যে রিসোর্স (সম্পদ), তা কোনো অংশে কম নয়। যদি প্রাথমিক লিগ চালু করা যায়, তাহলে খেলোয়াড়ের অভাব থাকে না। খুলনায় লিগ না হলে আসলামের জন্ম হতো না। জার্মানির হামবুর্গ থেকেও আমাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। আর আজ বাইরের দেশ থেকে খেলোয়াড় আনতে হচ্ছে। এতে বোঝা যায়, আমাদের ফুটবলের দৈন্য কতটুকু। তাই সারা বাংলাদেশে লিগ চালু করা দরকার।’
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।