


নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশের টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে গেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট করতে ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
আজ রোববার বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি।
এসময় কযছর আহমদ আরও বলেন আওয়ামী বাকশালীরা মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করেছে। এই দুর্নীতির লক্ষকোটি টাকা বিদেশে পাঁচার করেছে। যারা দুর্নীতি করে টাকা পাচার করে নিয়ে গেছে আমরা তাদের যুক্তরাজ্য প্রবাসীরা সামাজিকভাবে বয়কট করতে ক্যাম্পেইনের ডাক দিয়েছি। আমরা লন্ডনে বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করেছি। যারা আমাদের কষ্টার্জিত টাকা পাচার করে বাড়ি গাড়ির মালিক হয়েছে তারা ৫ই আগষ্টের পরে শেখ হাসিনার সাথে বিদেশে পালিয়ে গেছে। তারা এই অবৈধ টাকা দিয়ে বিদেশে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। আমরা বৃটিশ সরকার সহ স্ব স্ব দেশের সরকারের সাথে লবিং করে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের অবৈধ পলাতক প্রধানমন্ত্রীর ভাগ্নী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বৃটিশ সরকার ব্যবস্থা নিয়েছে। শেখ পরিবারসহ আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম নাঈম, আব্দাল মিয়া এবং জেলা যুবদলের সদস্য তুরন খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুল হক, আবদুল মুকিত, আনিসুল হক,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক সুজাতুর রেজা ,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রজন্মদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

