শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের আর একটা গুলি ও বোমা ছুড়া যেন না হয়। জামালগঞ্জে বিক্ষোভ সমাবেশে বক্তারা–

তৌহিদ চৌধুরী প্রদীপ, নিজস্ব প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

শান্তিপ্রিয় ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলী আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ শে অক্টোবর বুধবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের সর্বস্থরের তাওহিদী জনতার উদ্যোগে সেলিমগঞ্জ বাজার ও মন্নাঘাট বাজার এলকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হাজারো কণ্ঠে কন্ঠে উচ্চারিত হয়, ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান।
বিক্ষোভ শেষ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জামলাবাজ আব্দুস্ সোবহান মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কাসেম। জামিআ সিদ্দিকিয়া শরীফপুর মাদ্রাসা মুহতামিম মাওলানা সাইদুল ইসলাম সাইদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, ডাক্তার মাওলানা বিল্লাল আহমদ শরীফপুরী, ডাক্তার আব্দুল কাদির জলিলপুর,.মাওলানা ইউনুস আহমদ শিক্ষা সচিব আটগাও ভূতিয়ারপুর মাদ্রাসা, মাওলানা আমিরুল ইসলাম শিক্ষা সচিব গজারিয়া মাদ্রাসা, মাওলানা উবায়দুল্লাহ আল উসামা, মোহতামিম আব্দুস সোবহান মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা, মাওলানা লুৎফুর রহমান শিক্ষা সচিব ছয়গ্রাম আলীপুর মাদ্রাসা। হাফেজ.মাওলানা সাইদুল ইসলাম মুহতামিম কালাগুজা মাদ্রাসা, হাফেজ এবাদত আহমদ শিক্ষক পশ্চিম ফেনারবাঁক মাদ্রাসা, হাফেজ ফেরদৌস আহমেদ মুহতামিম জলিলপুর মাদ্রাসা, মাওলানা জিহাদুল হাসান ইমাম শরীফপুর বড় জামে মসজিদ, মাওলানা লিয়াকত আলী ইমাম শরীফপুর বান্দের হাটি জামে মসজিদ, জুনায়েদ আহমদ ভূতিয়ারপুর মাদ্রাসা, মুফতি বুরহান উদ্দীন রামপুর নতুনপাড়া মাদ্রাসা। হাফেজ ইব্রাহিম খলিল রামপুর হাফিজিয়া মাদ্রাসা।
বক্তারা বলেন, শান্তিপ্রিয় ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর ইসরায়েল যে জুলুম-নির্যাতন চালিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ, নিন্দা জানিয়ে, বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’ অন্যায় ভাবে নারী- শিশু সহ মানুষ হত্যাকারী ইসরায়েল কে এমন বর্বরোচিত পৈচাশিক হত্যযজ্ঞ বন্ধ করতে আহবান জানিয়ে উগ্রপন্থি সন্ত্রাসী ইসরায়েলী পন্য বয়কটের লিফলেট বিতরন করেন।
সভা শেষে, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আইয়ূব খান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656