
আফতাব উদ্দীন সুনামগঞ্জ :
১৯ এপ্রিল রোজ শনিবার এক বিবৃতিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ''প্রতিদিনের সুনামগঞ্জ,,এর প্রধান নির্বাহী সম্পাদক, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, তরুণ রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শিক্ষানবিস আইনজীবী, মোশাহিদ আলম মহিম তালুকদার বলেন গভীর উদ্বেগ ও ব্যথার সাথে লক্ষ্য করছি যে, ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা, দমন-পীড়ন ও গণহত্যার ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি, যেখানে শিশুর কান্না, নারীর আহাজারি ও অসহায় মানুষের আর্তনাদ প্রতিদিন আমাদের হৃদয় বিদীর্ণ করে।
এই আগ্রাসনে শুধু নারী ও শিশুই নয়, পুরো একটি জাতি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা, বসবাসের অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমনকি খাদ্য ও পানির মতো ন্যূনতম চাহিদাও আজ সেখানে অপ্রতুল। বোমার শব্দ সেখানে ঘুম ভেঙে দেয়, শান্তি সেখানে বিলুপ্তপ্রায় এক অনুভূতি।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখা সহ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার এবং আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিরাপদ জীবনযাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ সুগম করে।
বিবৃতিতে তিনি আরও বলেন ফিলিস্তিন একটি জাতির নাম, একটি আত্মত্যাগের ইতিহাস, একটি মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এই ন্যায়সংগ্রামের পাশে আছি, এবং থাকবো মানবতা ও ন্যায়বিচারের পক্ষ নিয়ে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।