


সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জে ঘরের ট্যাংকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিদ আহমেদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত অলিদ উপজেলার ভেলকোনা গ্রামের জিলু মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ভেলকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, অলিদ নিজ ঘরের মোটর চালু করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য সুনাম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

