নিজস্ব প্রতিবেদক: “উন্নত সেবাই আমাদের প্রধান লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ উপজেলা মঙ্গলকাটা বাজারে প্রতিষ্ঠিত ফ্রেন্ডস ডায়াগনস্টিক সেন্টার ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জনাব আব্দুল্লাহ ও মোশারফ হোসেনের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকার মেধাবী ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি আধুনিক ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেন্টার হিসেবে সুপরিচিতি লাভ করেছে।
ফ্রেন্ডস ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে দ্বিতীয়বারের মতো রঙ্গারচর ইউনিয়নের রংপুর মোকাম টিলা প্রাঙ্গণে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বার্ষিক আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণ, পল্লী চিকিৎসকদের পরিচিতি পর্ব, আলোচনা সভা, র্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণতলা কান্দাপাড়া গ্রামের প্রবীণ পল্লী চিকিৎসক মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিশেষজ্ঞ লে. কর্নেল ডা. কে. এস. এম. বায়েজিদ, সহকারী অধ্যাপক (শিশু) ডা. মো. আবুল কালাম, ডা. ফারজানা আক্তার শারমিন, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সহকারী সার্জন ডা. আব্দুল মান্নান, ডা. ওয়াস কুরুনী, ডা. সাজিদুর রহমান, ফ্রেন্ডস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন, ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমেদ এবং মাসিক উত্তর সুরমা পত্রিকার সম্পাদক ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পল্লী চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পল্লী পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।