
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর মনিরামপুর উপজেলার নেহাল পুর ইউনিয়নের কালিবাড়ি নঈমিয়দা হাফেজিয়া মাদ্রসা পদ্মনাথপুর দাখিল মাদ্রসা ও এতিম খানায় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে এতিম বাচ্চাদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে সার্বিক সহযোগিতাই মোঃসোহেল-তরিকুল ইসলাম -তাইজুল ইসলাম-আছিয়া বেগম-শাহারিয়া রহমান-ইয়াছিন।
এছাড়া মুহুর্ত রুগির রক্তের প্রয়োজনে সেচ্ছায় রক্তদান করে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন।সকল সদস্য এ সময় দোয়া প্রার্থনা করেন যেনো সব সময় এই ভাবে মানুষের পাশে থাকতে পারি। এবং সকলের সহযোগীতা প্রার্থনা করেন।সহযোগিতা পাঠাতে যোগাযোগ ফোন নাম্বার ০১৪০৩৪৫৯৭৫৪ সোহান হোসেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।