


স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ইউনিয়নের পাতন গ্রামের এক নারী স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগকারী নাছিমা বেগমের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নেতা তাকে নানাভাবে হয়রানি করছেন, এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছেন। অভিযুক্ত নেতার নাম জাকের।
ভুক্তভোগীর স্বামী মাহমুদ হোসেন জানান, দীর্ঘ সময় ধরে জাকের নামের ওই রাজনৈতিক ব্যক্তি তার স্ত্রীকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু প্রস্তাবে সাড়া না পাওয়ায় তিনি তাদের পরিবারকে লক্ষ্য করে অপমানজনক আচরণ শুরু করেন এবং একাধিকবার হুমকিমূলক অবস্থানে যান।
নাছিমা বেগম জানান, শুধু কথার হুমকিই নয়, একাধিকবার তিনি ও তার স্বামী শারীরিকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এই মানসিক চাপে তার স্বাভাবিক জীবন ও লেখাপড়ায় মারাত্মক প্রভাব পড়েছে বলে জানান তিনি।
এলাকার অনেক বাসিন্দা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত রাজনীতিবিদ জাকেরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

