শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বড়লেখা উপজেলা একাডেমিক সুপারভাইজার কে সম্বর্ধনা

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় চন্দ্র দাস। মানপত্র পাঠ করেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু ও ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সংবর্ধিত অতিথি সদ্য বদলি একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও আতিকুল ইসলাম মুক্তা, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর জাহান চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656