শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

বন্যার্তদের পাশে সুনামগঞ্জের বিজয় সমাজ কল্যাণ সংস্থা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের বৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি দল শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই শতাধিক পরিবারকে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করে।

দিনব্যাপী এই মানবিক উপহার নিয়ে বন্যার্তদের দ্বারেদ্বারে পৌঁছে দেওয়া সুনামগঞ্জ জেলার বড় সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি দলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব,সহ-সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর সুলতান, সাংগঠনিক সম্পাদক একরাম আলী, জুবায়ের আহমদ অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সহ-অর্থ সম্পাদক রবিউল হাসান রবি, সদস্য সেবাবুর রহমান সহ স্থানীয় সমাজকর্মী ও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।

সংগঠনের দেশ-বিদেশের সকল সদস্যদের নিজস্ব কালেকশনের মাধ্যমে সংগৃহীত প্রায় দেড় লক্ষ টাকার জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করতে সংগঠনের প্রতিনিধি দল শনিবার ভোরে আড়াই শতাধিক পরিবারকে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে। দিনব্যাপী সহায়তা কার্যক্রম শেষে প্রতিনিধি দল সাংবাদিককে জানান, চলতি আগস্ট মাসের আকস্মিক বন্যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়।

দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকার সহায়তা পাচ্ছেন বন্যার্তরা। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের সামাজিক সংগঠন বিজয় সমাজ কল্যাণ সংস্থার দেশ বিদেশের সদস্যরাও দেশবাসীর সাথে এমন সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাতে পেরে তারাও গর্বীত।

মৌলভীবাজার উপজেলার তারা পাশা এলাকার কামারচাক, করাইয়া এবং মোকাম বাজার, জাহিদপুর এসব এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা৷ পানি নেমে গেলেও এসব এলাকার স্বাভাবিক অবস্থা ফিরে আসতে বেশ কিছুদিন সময় লাগবে বলেও মনে করছেন সংগঠনের প্রতিনিধি দল।

তারা বিজয় সমাজ কল্যাণ সংস্থার দেশ বিদেশের সকল সদস্য এবং দেশের বন্যা কবলিত এলাকার জন্য সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656