নিজেস্ব প্রতিবেদন: লাগাতার বৃষ্টি আর উজাল ঢলের কবলে সুনামগঞ্জ জেলার সকল নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে হাওরে ডুকছে পানি। অসময়ে পানি বৃদ্ধি পাওয়ায় আতংকিত বোরো চাষিরা। এই আতংকের মধ্যেই জেলার শান্তিগঞ্জেও বোরো ফসল নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকদের। উজান ঢলের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টায় আছেন কৃষকরা।
উপজেলার ঝুকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় কাজ করছে উপজেলা প্রশাসন। বাঁধগুলো মনিটরিং করে জরুরী সভা করে পিআইসিদের নিয়ে দ্রুত প্রদক্ষেপ নিচ্ছেন তারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তদারকি চলছে। তবে কিছুতেই শঙ্কা কাটছেনা কৃষকদের।
জানা যায়, ফসল রক্ষার চেষ্টা হিসেবে শান্তিগঞ্জ উপজেলার ঝুকিপূর্ণ বাঁধগুলোতে কাজ শুরু করেছে প্রশাসন। এলাকার কৃষকদের নিয়ে নানা কাজ করছেন তারা। কোন কোন বাঁধে রাতের আধারে পরিদর্শন করে দিক নির্দেশনা দিচ্ছেন। সময় যত যাচ্ছে পানি ততো বৃদ্ধি পাচ্ছে৷ আতংকের চাপ এখনো আছে। ফসল হানির আশংকায় ঘুম হারাম এই অঞ্চলের কৃষকদের। রাতের আধারে যার যা কিছু আছে তা নিয়ে অবস্থান করছেন বাঁধে। রোজা রেখেও কঠোর পরিশ্রম করছেন তারা। এই মুহুর্তে নির্ঘুম রাত কাটছে কৃষকদের।
এদিকে মঙ্গলবার (৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন ও এলাকাবাসীকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, হঠাৎ করেই পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে ফাটল দেখা দিয়েছে। আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। পিআইসিদের বাঁধে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। যা প্রয়োজন সব দিচ্ছি আমরা। এই মুহুর্তে আমাদের সবার উচিত বাঁধে অবস্থান নিয়ে ফসল রক্ষা করা।
শহিদুল ইসলাম রেদুয়ান / ৫ই এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।