
রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর এলাকার বাপ্পাদে নামক এক সেলুন দোকানের কর্মচারী সোমবার রাত ৯ টায় অতিরিক্ত মদ পান করে মৃত্যু কুলে ডলে পরে। সে বাঙালহালিয়া ইউনিয়নের অাবাসিক শফিপুর এলাকার স্বপন দে ( সাধু) র ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম ও বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজামান পরিদর্শন করে অাইন অানুগ ব্যবস্থা নিবেন বলে জানাযায়। এ বিষয়ে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবালবাহার চৌধুরী জানান, অতিরিক্ত মদ প্রান করে বাপ্পাদে নামক একজন যুবক মারাযায়। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা করার প্রক্রিয়াধীন চলছে ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।