বাংলাদেশি ফুটবল আল্ট্রাসে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া অভ্যন্তরীণ সংকট নতুন মোড় নিয়েছে। সংগঠনের একাংশের মধ্যে মেম্বারশিপ ফান্ড ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠার পর থেকেই আল্ট্রাসের ভেতরে উত্তেজনা বিরাজ করছে।
গত ১০ জুলাই অনুষ্ঠিত একটি ফুটসাল ইভেন্টে আল্ট্রাসের প্রতিষ্ঠাতা সদস্যদের সামনে কিছু “বিস্ফোরক তথ্য” ফাঁস হয় বলে জানা যায়। এর আগে সংশ্লিষ্ট এক সদস্য তার ফেসবুক পোস্টে ফান্ড ও ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু অভিযোগ প্রকাশ করেছিলেন। ইভেন্টটির পর থেকেই সাধারণ সদস্যদের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা ও বিভ্রান্তি।
মেম্বারশিপ ফান্ডের হিসাব নিয়ে প্রশ্ন তুলেন বেশ কয়েকজন সদস্য, যার ফলে অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়। এ সময় মেহেদী হাসান অভি, হাসিব তালুকদারসহ কয়েকজন সক্রিয়ভাবে অবস্থান নেন। পরবর্তীতে পরিস্থিতি নিরসনের লক্ষ্যে রাকিব হোসেন হৃদয় ও দেলোয়ার হোসেন সদস্যদের পক্ষ থেকে মধ্যস্থতার উদ্যোগ নেন এবং মিরপুরে একটি মিটিং আয়োজন করা হয়।
সূত্র জানায়, উক্ত মিটিংটি আল্ট্রাসের সেন্ট্রাল কমিটির এক সদস্য সায়েদ এর ফোনে রেকর্ড করা হয়। মিটিংয়ে অভি মেম্বারশিপ ফান্ডের গড়মিল নিয়ে ইয়াসিন মোল্লার কাছে প্রশ্ন তোলেন, তবে তিনি কোন সদুত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন এবং ১৫ দিনের মধ্যে হিসাব দেওয়ার আশ্বাস দেন।
এর পরেও আলোচনার সমাধান আসেনি। মিটিংয়ের দুই দিন পরই শাহরিয়ার শুভ ও ওয়ালিউল্লাহকে “শৃঙ্খলাভঙ্গের দায়ে” নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে অভি, হাসিব এবং কমিটির আরও কয়েকজন পদত্যাগ করেন।
এরপর ৫ অক্টোবর ২০২৫ তারিখে আল্ট্রাসের অফিশিয়াল পেজে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে রাকিব হোসেন হৃদয়কেও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে রাকিব নিজেই এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান—
> “আমি আল্ট্রাসের অভ্যন্তরীণ সংকট সমাধানের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করছিলাম। কিন্তু আজকের ঘোষিত কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করে আমার সৎ উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাই আমি এই কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। চলমান সংকট নিরসন না করে নতুন কমিটি ঘোষণা পরিস্থিতি আরও ঘোলাটে করেছে।”
ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচিত এই সংগঠনটির ভবিষ্যৎ এখন সদস্যদের পারস্পরিক বোঝাপড়া ও নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।