


তাজিদুল ইসলাম: চট্রগ্রাম জেলা স্কাউট, রেলওয়ে, নৌ- এয়ার অঞ্চলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউট,রেলওয়ে,নৌ-এয়ার অঞ্চল পরিদর্শন করেন উপ-পরিচালক মোঃ হামজা রহমান শামীম। এ সময় জেলা সচিব লে: রমজান আলীর সাথে স্কাউটিং সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
এছাড়াও ৩৪৮ জন কাব, স্কাউট, এবং রোভার ১৬জন বয়স্ক নেতাগণকে নিয়ে ফান্ডামেন্টাল অব স্কাউটিং এর উপর একটি গঠনমূলক সেশন পরিচালনা করা হয়।
সকল নৌ-রোভার সদস্য তার সেশন টি মুগ্ধতার সাথে উপভোগ করেছে এবং জ্ঞান অর্জন করেছে। জেলা স্কাউটস এর রেজিস্টার, আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষণ করা হয়। প্রেসিডেন্ট স্কাউট এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট তৈরি করতে পরামর্শ প্রদান করা হয়। সু-নাগরিক হিসাবে গড়ে উঠার স্কাউটিং এর কোন বিকল্প নেই বলে জানান উপ-পরিচালক জনাব মোঃ হামজার রহমান শামীম। তিনি বিএন স্কুল ও কলেজ নৌ কাব দল ও পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

