শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

বাঙ্গালহালিয়াতে ঋণের বোঝা সইতে না পেরে এক যুবকের আত্নহত্যা

চাইথোযাইমং মারমা রাঙ্গামাটি ব্যেুরো ,
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

ঋণের বোঝা ই যেন সইতে না পেরে দরি গলার ফাঁসি ঝুলে মৃত্যু থুইমংয়ের । এ বোঝা সইতে না পেরে গলায় রসি পেচিয়ে নিজ আত্মহত্যা করেছেন তিনি।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে গলায় রসি পেচিয়ে থুইমং মারমা নামে এক যুবকের আত্নহত্যার খবর পাওয়া গেছে।
মৃত থুইমং মারমা (৪৫) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহাজন পাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে বলে জানা যায়।
ঘটনাসূত্রে জানা যায়,থুইমং মারমা কে আজ(১৪ ডিসেম্বর,২০২৩) সকাল আনুমানিক ৯.০০ ঘটিকার সময় হঠাৎ বসতঘরের ছাদের বিমের সাথে গলায় রসি প্যাচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্ত্রী। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে থুইমং কে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার স্ত্রী জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ এনেছিলেন তার স্বামী। আমার ধারণা এ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি। আত্ন হত্যা ঘটনায় ৫ নং ওর্য়াডের মেম্বার গণমাধ্যম কে জানান, আমার ওর্য়াডে এক পাহাড়ি যুবক রাতে গলা ঁফাস দিয়ে মৃত্যু বরন করেন। এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনসারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারিক সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656