শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বাঞ্চারামপুরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশি অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বাঞ্চারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঞ্চারামপুর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমানের বসতবাড়িতে তদন্ত অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল হঠাৎ করে তার বাড়িতে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পুলিশি অভিযানের সময় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান চলাকালে বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।পুলিশের পক্ষ থেকে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কাউকে আটক করা হয়নি এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656