শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে ছাত্রলীগ নেতা নাহিয়ান হোসেন আহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ডের সাপ্লাই আম্বরখানা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিয়ান হোসেন বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে আম্বরখানা পয়েন্ট এলাকায় রাজনৈতিক উত্তেজনার জেরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালে নাহিয়ান হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

আহত নাহিয়ান হোসেন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656