


স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ডের সাপ্লাই আম্বরখানা শাখা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিয়ান হোসেন বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে আম্বরখানা পয়েন্ট এলাকায় রাজনৈতিক উত্তেজনার জেরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালে নাহিয়ান হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
আহত নাহিয়ান হোসেন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

