
মো. বদরুল আমিন
এমসি কলেজ প্রতিনিধি: বিএনসিসির সর্বোচ্চ পদ সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) পদোন্নিত হয়েছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাডেট সার্জেন্ট ছাকিবুর রহমান মারুফ।
সোমবার ময়নামতি রেজিমেন্টের-৭ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনে "সি" কোম্পানির মুরারিচাঁদ (এমসি) কলেজ প্লাটুনের (সেনা শাখা) সর্বোচ্চ পদ সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) পদোন্নিত হন তিনি।
এসময় তাকে ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং রেজিমেন্ট এডজুটেন্ট মেজর মোনতাছির আরাফাত।
ছাকিবুর রহমান মারুফ এমসি কলেজের দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর অধীনে আয়োজিত রেজিমেন্ট ক্যাম্পিং এ সিইউও পরীক্ষা দিয়ে ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার হয়েছেন।
মুরারিচাঁদ (এমসি) কলেজ প্লাটুনের বিএনসিসির নতুন সিইউও ছাকিবুর রহমান মারুফ বলেন- বিএনসিসির সাথে আমার যাত্রা শুরু ২০২২ সাল থেকে। ক্যাডেট র্যাঙ্ক থেকে এখন ক্যাডেটদের সর্বোচ্চ পদ পাওয়ার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার ক্যাম্পাস এবং আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে। ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা, শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি।
এবিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, এটা খুশির খবর। মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ দক্ষতায় এগিয়ে যাক এই কামনা করি। তারা অনন্য উচ্চতায় উঠে কলেজের সুনাম বয়ে নিয়ে আসুক আর দেশ ও জাতির কল্যাণে কাজ করুক।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।