শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বিএনসিসি ফায়ারিং প্রতিযোগিতায় শীর্ষে মহাস্থান রেজিমেন্ট

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

মোঃ বদরুল আমিন

এমসি কলেজ প্রতিনিধি : আন্তঃরেজিমেন্ট/উইং ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মহাস্থান রেজিমেন্ট এবং রানার্সআপ হয়েছে রমনা রেজিমেন্ট। গত ৯ ও ১০ নভেম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর আয়োজনে এবং ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা সেনানিবাসে আন্তঃ রেজিমেন্ট/উইং ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন রেজিমেন্ট ও উইংয়ের নির্বাচিত ক্যাডেটরা।

 

ফায়ারিং দক্ষতায় সেরা পারফরম্যান্স প্রদর্শন করে মহাস্থান রেজিমেন্ট চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। রমনা রেজিমেন্ট রানার্সআপ হয়।

ফায়ারিংয়ে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন রমনা রেজিমেন্টের ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিল মাহমুদ।

অন্যদিকে শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হিসেবে পুরস্কার অর্জন করেন মহাস্থান রেজিমেন্টের ক্যাডেট আফরা রুমালী তন্নী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656