


ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগের সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের মোবারক হোসেন।
গত বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল যুব ফোরাম বিএসও কর্তৃক ঢাকা মোহাম্মদপুরে আভিজাত্য হোটলে বর্ণাঢ্য আয়োজনে বিভাগীয় পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবকদের হাতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সিলেট বিভাগের সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে।
উল্লেখ্য, মোবারক হোসেন নয়ন পড়াশোনার পাশাপাশি মানব সেবাই একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ন্যাশনাল যুব ফোরাম , ইউএনআইসিইফ সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবক মোবারক হোসেন বলেন, এই সম্মাননা আমার জীবনে বিশাল প্রাপ্তি। আমি পড়াশোনা করে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

