শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিভাগীয় পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবক সুনামগঞ্জের মোবারক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগের সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে সুনামগঞ্জের মোবারক হোসেন।

গত বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল যুব ফোরাম বিএসও কর্তৃক ঢাকা মোহাম্মদপুরে আভিজাত্য হোটলে বর্ণাঢ্য আয়োজনে বিভাগীয় পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবকদের হাতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সিলেট বিভাগের সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের ছেলে।

উল্লেখ্য, মোবারক হোসেন নয়ন পড়াশোনার পাশাপাশি মানব সেবাই একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ন্যাশনাল যুব ফোরাম , ইউএনআইসিইফ সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবক মোবারক হোসেন বলেন, এই সম্মাননা আমার জীবনে বিশাল প্রাপ্তি। আমি পড়াশোনা করে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656