


আব্দুল সুবহান : বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে মোটরসাইকেল ও সিমেন্টবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে দক্ষিন বাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী সুহেনা আক্তার (২২) বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলীমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ট্যান্ডের সামনে মোটরসাইকেল দাঁড়ানো অবস্থায় হঠাৎ ধুমকেতুর মতন কাভার্ডভ্যানের সাথে ধাক্কা থাকলে তাৎক্ষণিক সুহেনার শরীরে ধাক্কা লাগে এবং সে সড়কে পড়ে যান। অতপর স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার (ওসি) ছবেদ আলী জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শুনেছি, এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে তার সুরাহা বাহির করব।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

