রাঙ্গামাটি জেলা বিলাইছড়িতে উপজেলা লাবনী তঞ্চঙ্গ্যা নামে বিষাক্ত সাপের কামড়ে ৫ বছরের উপরে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান সাবেক ওয়ার্ড মেম্বার প্রেম কুমার তঞ্চঙ্গ্যা গণমাধ্যম কে জানান।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় শিশুটির মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন। শিশুটি মাতার নাম চিলপুরী তঞ্চঙ্গ্যা,পিতাঃ- সুমির তং। তারা মাছকাবাছড়া গ্রামের ১ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে ২ দিন আগে সাপটি দংশন করলে তাকে পাড়া বৈদ্য বা কবিরাজী চিকিৎসা করলে, তার অবস্থা আরো অবনতি দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা যায়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।