
হাওড় বার্তা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯ জনের।
এদিকে, প্রতিদিনই বাড়ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল। শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশির মতো উপর্সগ নিয়ে বিশ্বনাথ উপজেলায় মৃত্যুবরণ করছেন একাধিক ব্যক্তি।
গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সিলেটের বিশ্বনাথে মারা গেছেন ৫ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, নতুন করে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে নানা বয়সী নারী-পুরুষ রয়েছেন। সিলেটের বিভিন্ন ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। নতুন ৯ জনসহ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০ জনে।
এ উপজেলায় নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন করোনা আক্রান্ত ৭৯ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৮৬ জন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।