শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিশ্বনাথে আলেমদের নিয়ে সভা অনুষ্ঠিত

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলেমদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ অক্টোবর) উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার বদরুল আলম চৌধুরী শিপুর পরিচালনায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের মাস্টার ট্রেইনার মো. মামুনুর রশীদ।

ইমামদের পক্ষে বক্তব্য দেন মো. গোলাম মোস্তফা ও মো. বাহার উদ্দিন। আলোচনার এক পর্যায়ে উপস্থিত আলেমদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, করোনাভাইরাস, প্রাকৃতিক বিপর্যয়, অবৈধ স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, জনসংখ্যা বৃদ্ধিসহ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়।

এতে অংশ নেন উপজেলার ৮ ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656