
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
তরুণ উদ্যোক্তা তারেক আহমদ খজির ও ইসলাম উদ্দিন সফির পরিচালনায় বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারস্থ আল হেরা শপিং সিটির ২য় তলায় আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) মা ফ্যাশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
আল হেরা শপিং সিটির চেয়ারম্যান ও সালীশ ব্যক্তি আলহাজ্ব পংকি খান প্রধান অতিথি হিসেবে ফিতা ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন করেন।
পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মার্কেটের এমডি সিরাজউদ্দিন, ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সায়েক আহমদ শায়েক, জয়নাল আবেদীন, মিজানুর রহমান মিজান, শাহিন মিয়া, রহমত আলী, জুয়েল আহমদ, সেলিম আহমদ, হাফিজুর রহমান লিঠন, নজরুল ইসলাম, সেবুল খান, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস সালাম, মো. জহুর আলী, ব্যবসায়ী আবু সুফিয়ান সুফি, কাওছার আহমদ বাপ্পী, মারুফ মিয়া সাহেদ, মিছবাউদ্দিন শরীফ, সাহেদ মিয়া, নুরুল ইসলাম, আফজল মিয়া, ক্রীড়ানুরাগী আক্তার হোসেনসহ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।