
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি মোহাম্মদ আলী (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর ছেলে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১৫ পিচ লাল রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই সাইফুল মোল্লা বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ওসমানী নগর থানায় ৩টি ও বিশ্বনাথ থানায় ২টি মাদক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।