বিশ্বনাথ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে চাচাদের হামলায় সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষার্থীসহ ৪ ভাই-বোনকে আহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের রামপাশা রোডের ইরন এন্ড তোরন মঞ্জিলে বসবাসকারী বালু-পাথর ব্যবসায়ী ফরিদ মিয়া (৩৮)’র বাসায় তারই (ফরিদ) আপন ভাই ছাদ মিয়া (২৬) ও ফারুক মিয়া (২৫) হামলা করেন।
এঘটনায় শনিবার রাতেই হামলাকারী ছাদ মিয়া ও ফারুক মিয়াকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া স্ত্রী লিপি বেগম (৩৫)।
তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
আপন চাচাদের হামলায় আহতরা হলেন- ব্যবসায়ী ফরিদ মিয়ার কন্যা এসএসসি পরীক্ষার্থী কবিতা বেগম (১৯), ৯ম শ্রেনীর ছাত্র ফরহাদ মিয়া (১৫), শিশু কন্যা শাম্মী বেগম (১০) ও আয়শা বেগম (৪)।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।