শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চোরাই গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

তারা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দক্ষিণখুর্শি গ্রামের মৃত কদর আলীর ছেলে ফজল আহমদ (২৩) ও সিলেটের জালালাবাদ থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে জয়নুল (৪৩)।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে চোরাই গরু নিয়ে নাজির বাজার অতিক্রম করার সময় নৈশপ্রহরী ও স্থানীয়রা মিলে তাদের আটক করেন। পরে সন্ধ্যায় হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে।

পুলিশ সূত্র জানায়, গেল সোমবার (৮ নভেম্বর) রাতের কোন এক সময়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের কৃষক মানিক মিয়ার তিনটি গবাদি পশু চুরি হয়।

পরদিন সকাল বেলা চুরি হওয়া তিনটির মধ্যে দুটি গবাদি পশুসহ গ্রেফতারকৃতরা নাজির বাজার নৈশ প্রহরীরর হাতে ধরা পড়ে। খবর পেয়ে কৃষক

মানিক মিয়া ছুটে গিয়ে তার গবাদিপশু শনাক্ত করেন।পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন তারা।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ধৃত ব্যক্তিরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656