
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্ঠি ও ব্যাক্তিগত পরিচ্ছন্নতায় ৪০জন মাধ্যমিক প্রধান শিক্ষকদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান মূসা, অধ্যক্ষ নেহারুন নেছা, ডা: হামিদা বেগম ও সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি মো: আজমান আলী, সমিরেন্দ্র তালুকদার ও অফিস সহায়ক মো: আকাশ আলী।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।