রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ অফিস থেকে দুই ড্রাম তার চুরি।

মো: আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে ১লাখ ৩০ হাজার টাকার তার চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ দিবাগত গভীর রাতে বিশ্বনাথ রশিদপুর জনবহুল সড়কের পাশে কারিকোনা নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের স্টোর রুমের দরজার তালা ভেঙ্গে মেইন লাইনের ডি-১ ও ডি-২ নাম্বারের দুই ড্রাম তার নিয়ে যায় চোরেরা।

তারের মূল্য ১লাখ ৩০ হাজার টাকা বলে ডেপুডি জেনারেল ম্যানেজার জানান।

পরদিন সকালে অফিস খোলার পর চুরির ঘটনাটি স্টাফদের নজরে পড়ে। এঘটনায় ২৬ মার্চ জোনাল অফিসের ডেপুডি জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতানামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-(১৪)।

এব্যাপারে কথা হলে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই রুমেন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি সনাক্তের জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656