শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওই শিশুর নাম আবদুর রহমান তাহসিন। সে গ্রামের বাহরাইন প্রবাসী আবদুল মানিকের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেলে অন্যদের সাথে খেলা করছিল তাহসিন। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।

এক পর্যায়ের বসত ঘরের পূর্ব দিকের পুকুর ঘাটে, তার দেহ পানিতে ভাসতে দেখেন বাড়ির লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. চমক আলী জানান, সবার অগোচরে পানিতে ডুবেই শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।

ডাক্তার বলেছেন, তার পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়। থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656