বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারী ৫নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক নূর উদ্দিন।
তিনি সোমবার (৩ জানুয়ারী) দুপুরে সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় নূর উদ্দিনের সাথে ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মো. আবুল কাশেম, সাংবাদিক নবীন সুহেল, কামাল মুন্না, এলাকার মুরব্বি জবেদ আলী, জমির উদ্দিন, খায়রুল ইসলাম মনু মিয়া, ফরিদ মিয়া, প্রাস্তাবকারী আবু বকর রুহেল, সমর্থককারী মোজাহিদ আলী, সংগঠক আব্দুল আমিন, নিজাম উদ্দিন, আশরাফ উদ্দিন প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।