বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির হোসাইন এর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন অভিযোগের তদন্ত করতে সরেজমিন মাদ্রাসা পরির্দশন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর মাওলানা আবু তাহির হোসাইনকে মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে অপসারণ দাবি করে তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারকে নাজেহাল ও নামে বেনামে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এহছানুর রহমান।
ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগটি সরেজমিন তদন্তপূর্বক সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিদর্শক ড. মো. আবুল কালাম আজাদ। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত ১৭ ফেব্রæয়ারি সরেজমিন তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।