


বিশ্বনাথ প্রতিনিধি : আন্তর্জাতিক সাহায্য সংস্থা ‘মুসলিম হেল্প ইউকে’র সহযোগীতায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কাউপুর এলাকাস্থ ‘এম এইচ মাল্টিপারপাস সেন্টারে’ সমাজের অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে নির্মিত হচ্ছে প্রথম ‘মেটারনিটি হসপিটাল’।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় এমপি ও জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
তিনি বলেন, ভালো কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ ভালো কাজের সাথে ভালো মানুষরা জড়িত থাকেন। আর ভালো মানুষরা এগিয়ে আসলে সমাজের ভালোই হবে। ভালো মানুষের মাধ্যমে সমাজের উন্নয়নও সঠিকভাবে বাস্তবায়িত হয়।
দূর্নীতিবাজরা নিজেদের উন্নয়ন ছাড়া, সমাজের কোন উন্নয়ন করতে পারে না। তাই আমাদের সকলের উচিত সকল ক্ষেত্রে দূর্নীতিবাজদের এড়িয়ে চলা।
এম এইচ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আব্দুছ ছোবহানের সভাপতিত্বে ও চ্যারিটি কো-অর্ডিনেটর আকলাকুর রহমান পান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ রুহেল, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান শিকদার, প্রজেক্টর সিভিল ইঞ্জিনিয়ার ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক জুয়েল আহমদ।
ভিত্তিপ্রস্থর শেষে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির ও আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

