বৃহস্পতি বার (১৯ তারিখ) বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারের মাঝে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করেন উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার।
সঞ্জিত চন্দ্র সরকার বলেন, বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রস্তুত আছে। এ পর্যন্ত আমরা বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ৭ হাজার পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বিতরণ করেছি এবং আমাদের কাছে আরো ১৫ হাজারের মত ট্যাবলেট রয়েছে । বন্যা মোকাবিলায় অস্থায়ী ভাবে ১৪ টি নলকূপ স্থাপনের সরঞ্জাম মজুদ রয়েছে।
এছাড়াও বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য অস্থায়ী ওয়াটার টিটমেন্ট প্লান্ট জেলা সদরে প্রস্তুত রাখা হয়েছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।