শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে চায় দিরাইবাসী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে “বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন” এই স্লোগানে দিরাইয়ে এক তৃণমূল প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিরাই থানা পয়েন্টে এ সভার আয়োজন করে দিরাই উপজেলাবাসী। প্রচারসভাটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা তরুণ দলের আহ্বায়ক আবুল ফজল আকাশ।

এতে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন, দিরাই উপজেলা তরুণ দলের আহ্বায়ক বাবুল তালুকদার, আজিজুর রহমান, সদস্য সচিব রয়েল সরদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ, বিএনপি নেতা তহুর চৌধুরী, ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত সময়ে স্বৈরাচারী সরকারের মন্ত্রী এম এ মান্নান নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিজের নির্বাচনী এলাকায় স্থানান্তর করেন, যা সুনামগঞ্জ জেলার মানুষ ও শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার।

তারা আরও অভিযোগ করেন, এখনো সরকারদলীয় ছাত্র সংগঠন ও বিভিন্ন প্রভাবশালী মহল ক্যাম্পাস সদরে স্থানান্তর ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তৃণমূলের এই নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত ও একক শহরকেন্দ্রিক সুযোগ-সুবিধা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন করা জরুরি।

সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান এবং সরকারের প্রতি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদরে স্থানান্তরের দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656