শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরের হাওড়ে বোর ধান কাটা শুরু 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরের করচার হাওড়ে বছরের প্রথম বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছরের বোরো মৌসুমে বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষি অফিসের তথ্য মতে ১০ হাজার ৫৮৩ হেক্টর জমিতে বোর ধান চাষাবাদ হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের সামনে হাওড় বিলাশ সংলগ্ন করচার হাওড়ে কৃষ্ণনগর গ্রামের কৃষক ও গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মনের জমিতে ব্রি—৮৮ জাতের বোর ধান কাটা হয়। এ বছর হাওড়ে ব্রি -৮৮ জাতের ধান ফলন ভাল হওয়ায় এবং আগাম ধান কাটতে পারায় কৃষকরা খুবই আনন্দিত। সেজন্য কৃষকরা ধান কাটার শ্রমিক সহ উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।

উপজেলা কৃষি বিভাগের উপ—সহকারী কৃষি কর্মকর্তা মো. নাজমুল আলম সাগর বলেন, কৃষকরা যাতেকরে অধিক ফসল পায় এবং রোগ বালাই পোকা মাকড় থেকে ফসল সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে কৃষকদেরকে নিয়মিত সু পরামর্শ ও সহযোগিতা করেছি আমরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতার্ কৃষিবিদ মো. নজিবুল্লাহ বলেন, চলতি মৌসুমে উপজেলায় হাওর ও হাওর বহিঃভূর্ত উছু এলাকায় বোর ও ইরি সহ মোট ১০ হাজার ৫৮৩ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আবহাওয়া ভাল থাকলে কয়েক দিনের মধ্যেই হাওড় এলাকায় পুরোদমে ধান কাটা শুরু হবে। তিনি আরও বলেন, ধান কাটার জন্য উপজেলার কৃষকদের কাছে ৮৯টি কম্পাইট হারভেস্টার মেশিন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656