শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে এফআইভিডিবির অনুশীলন সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এফআইভিডিবি’র উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে উত্তম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১শে আগস্ট) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপঙ্কর দে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফআইভিডিবির কার্যক্রম প্রশংসনীয়। ক্ষুদ্র পরিসরে হলেও প্রতিটি বাড়িতে শাকসবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের আহ্বান জানান তিনি। পাশাপাশি পুরুষের পাশাপাশি নারীদেরও আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহিত করেন। পরে তিনি মাঠ পর্যায়ে উত্তম অনুশীলন পদ্ধতি পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাকিম, প্রাণীসম্পদ অফিসের ফিল্ড সহকারী নিলয় তালুকদার, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম ও ফয়সল আহমদ প্রমুখ।

এই সভার মাধ্যমে জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে কৃষি, পুষ্টি ও নারীর অংশগ্রহণমূলক কার্যক্রমে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656