শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তন্মধ্যে পহেলা বৈশাখ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মাল্টিপারপাস পর্যন্ত গিয়ে শেষ হবে। পরে জাতীয় সংগীত ও বৈশাখী গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলার ব্যবস্তা থাকবে, তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা পুরুস্কার বিতরন সহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, উপজেলা জামাতে ইসলাম ও অঙ্গ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন বাজার বণিক সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656