শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার  ভাদেরটেক গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

জানা যায়, ভাদেরটেক গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী নুরুল আমীন প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। ফেরার পর থেকেই দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া, মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাস্টার, মতি মিয়ার ছেলে কামরুল মিয়া, মণির মিয়া, আমিরুল ইসলাম, আজাদ মিয়া, ফরহাদ, ইমন ও মামুনের নেতৃত্বে একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় এবং ভাংচুর করে।

প্রবাসী নুরুল আমীন জানান, “আমি বিদেশ থেকে আসার পর থেকেই তারা আমাকে হুমকি দিয়ে আসছিল। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমার বাড়িতে হামলা চালায়। আমার পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়।”

এ বিষয়ে অভিযুক্ত রজব মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার এএসআই কাউসার আহমদ বলেন, “হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656