বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাভেল আহমেদ বলেন, থানা পুলিশের অনুমতি নিয়ে আমরা কাটাখালী বিএনপি অফিসে শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের লোকজন আহত হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কাটাখালী বাজার এলাকায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।