রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ২ মাস পূর্তিতে শহীদী মার্চ পালন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::বৈষম্য বিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ২ মাস পূর্তিতে বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ‘শহীদী মার্চ’ কর্মসূচি করেছে বিশ্বম্ভরপুর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (৬ অক্টোবর ) সকাল ১০টার দিকে শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ে  এই শহীদী মার্চ পালন করা হয়। শত শত মানুষ এ কর্মসূচিতে যোগ দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বম্ভরপুরে আয়োজনে এই শহীদী মার্চ পালিত হয়।

এসময় বিশ্বম্ভরপুর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থেকে মিছিল সম্মিলিত পদযাত্রা “শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ে” এসে মিলিত হন। পরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণমূলক অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

শহীদি মার্চে শহীদের স্মরণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন বলেন, আমাদের ছাত্র আন্দোলনের লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশ না পাব ততদিন আমারা রাজপথ ছাড়বো না।

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী অনিকুল ইসলাম, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন, দ্বীন ইসলাম, আরওউপস্থিত ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী গন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী অনিকুল ইসলাম, দেশ গঠনের জন্য সবার আগে নিজেকে গড়তে হবে। এই ছাত্র-জনতাই সামনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। গত ১৫ বছর হাসিনা নিজেদের লোকজনকে এদেশের সব লুটেপুটে খেয়েছে।

তিনি আরও বলেন, আমাদের শহীদী মিছিল এখনো থামে নি, প্রতিদিন নতুন নতুন ভাই এই মিছিলে যুক্ত হচ্ছেন। এই শহীদী মিছিলের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। মনে রাখবেন রক্তের উপর দাঁড়িয়ে এই গণ অভ্যুত্থান হয়েছে। যারা সমন্বয় পরিচয়ে বিভিন্ন অপকর্ম করছে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করবো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656