শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিকদের মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সোহেল আহমদ সাজু

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এ স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে বিশ্বম্ভরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে’ আজ বোধবার উপজেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুজনের আয়োজনে উপজেলা কমিটি আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন সুজন বিশ্বম্ভরপুর উপজেলার সভাপতি শেখ নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছাত্তার, বিএনপির নেতা ফুলু মিয়া, জুলহাস মিয়া, নাছির উদ্দিন, জাতীয় পাটির নেতা হাবিলদার মুরশিদ, আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বর্মন, হাঙ্গার পজেক্টের সমন্বয়ক ফুলমালা, প্রেস ক্লাব সভাপতি স্বপম কুমার বর্মন, সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমদ, সুজন বিভাগীয় সমন্বয়ক কুদরত পাশা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট পরিচালনা করছেন। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র এবং রাজনৈতিক সাংস্কৃতির আমূল পরিবর্তন।

আরও বলেন সুজন- দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের জন্য আন্দোলন করে আসছে। সবার অংশগ্রহণে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656