স্টাফ রিপোর্টার: জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের রহিমাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায় ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবী ও সাবেক সরকারি কৌশলী এডভোকেট সত্যব্রত রায় ( বুলু) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক অজিত কুমার রায়।
এছাড়া একই ইউনিয়নের রহিমাপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি অজিত রায়ের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি শোক বার্তায় অজিত কুমার রায় বলেন, অল্প সময়ের ব্যবধানে বেহেলী ইউনিয়নের নক্ষত্রের আনন্দ লোকে গমন করেছেন। উনাদের এই মৃত্যু অপূরণীয়। আমি তাঁর/ তাঁদেরবিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।