আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
মনিরামপুর উপজেলার গোপালপুর থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ।
মৃত রেহেনা খাতুন( ৪৫) মনিরামপুর উপজেলার গুপালপুর গ্রামের নিছার আলি খাঁর মেয়ে।
মনিরামপুর থানা সুত্রে জানা যায় বেলা ১টার দিকে বেগুন ক্ষেত স্প্রে করতে যেয়ে চাষি লাশ দেখতে পায়।
স্থানীয় বাসিন্দারা থানায় ফোন দিলে মনিরামপুর থানার এস আই সোমেন ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এসময় মৃত পাগলি মেয়েটির গলাই রশি পেচানা ছিল বলে জানা যায়। লাশ উদ্ধার করে মঙ্গলবার যশোর মর্গে পাঠানো হয়।মেয়েটি জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন দীর্ঘ দিন ধরে মনিরামপুর থানা এলাকা সহ মনিরামপুর বাজারে ঘোরাফেরা করত।
ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিভাবে মেয়েটির মৃত্যু হয়েছে বলা সম্ভব নয় বলে আমাদের জানান মনিরামপুর থানার কর্মকর্তারা।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে গলাই রশি দিয়ে হত্যা করা হয়েছে ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।