শহিদুল ইসলাম রেদুয়ান : জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০২৪ সালের আলিম পরীক্ষায় বোর্ড সেরা কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) জুমার নামাজ শেষে উদয়পুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় প্রবীণ সমাজ হিতৈষী গোলাম রাব্বানী'র সভাপতিত্বে ও অত্র পরিষদের সদস্য মুহাম্মদ নাজমুল ইসলামের সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন আশরাফুল ইসলাম ও নাশিদ পরিবেশন করেন মেহেদী হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আরিফুল -এর বাবা মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, “এই অর্জন আমাদের সন্তানদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস জোগাবে।”
অনুষ্ঠানে ইংল্যান্ড প্রবাসী সমাজ হিতৈষী আলহাজ্ব আজিজুর রহমানের অর্থয়ানে কৃতি শিক্ষার্থী আরিফুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা। আজিজুর রহমান মুঠোফোনে বলেন, “এই অর্জন শুধু একজন ছাত্রের নয়, এটি গোটা সমাজের সম্মিলিত অগ্রগতির প্রতীক। এমন মেধাবীদের পাশে থাকা আমাদের দায়িত্ব।”
তাছাড়া উদয়পুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাফিজুর রহমান, শফিক আলী, ফিরুজ আলী, সিরাজ মিয়া, শুকুর আলী, আমির হুসেন ছমির ও ছাদ মিয়া, হিলফুল ফুজুল মানব কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থীদের এভাবে সম্মানিত করা হলে শিক্ষার প্রতি উৎসাহ বাড়বে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। তারা বলেন, মোহাম্মদ আরিফুল ইসলামের এ অর্জন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।